বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

কালিগঞ্জ প্রেস ক্লাবে ফ্রি চিকিৎসাসেবা প্রদান 

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি 

কালিগঞ্জ প্রেস ক্লাবে ফ্রি চিকিৎসাসেবা প্রদান 

কালিগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে শনিবার (১৪ অক্টোবর) দিনব্যাপী ফ্রেন্ডশিপ হাসপাতালের উদ্যোগে ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তি, স্থানীয় এলাকাবাসী স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। 

ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী। 

বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের পরিচালক ডা. মুজাহিদুল হক, মোমতাজ হোসেন মন্টু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল প্রমুখ। 

টিএইচ